Dad is a real man-
 Subarna Mustafa,
 Source: Prothom Alo, 2004.

 "When I was very young, when I would go out with my father, I would see people looking at my father with a smile. Ever since then, I have known that my father is someone special, which is why at that age I had a kind of arrogance towards my father.

 Camellia used to call her father "Baba". I used to call whatever my elder sister used to call me. Seeing me, brother Sumit also calls, Faridi calls, Sumit's wife calls.

 Dad had a habit of not thinking about how long it would last if he bought something.

 I have seen my father as a star since childhood. But the word star associated with the father did not hurt us so much, did not hinder our growth.

 I often lied to my father when I was a child but I never lied when I grew up. We have learned that telling the truth without lying is the solution to many things, so what is the use of resorting to lies?

 Dad once said in an interview- "People will make mistakes. And they will learn from mistakes. Otherwise they will not learn. They will not go ahead.

 Dad was a peace-loving man. But not peace by compromise, not by bothering anyone.

 At our father's house we never opened anyone else's letters, never picked up the phone. It may seem that our life is very mechanical. But no, that's what makes us happy. We have learned that when you respect someone else's identity, you will also be respected.

 From my birth until my father's death, I was the only person (except my mother) who lived my whole life. I could never imagine being outside without my father.

 I don't usually cry. But on February 22, 2003, I really cried. I think Golam Mustafa is the first superstar in Bangladesh.

 Once I went to his grave, it seemed that I had bound his grave with marble. But then I thought, no. He did not want so much pomp while he was alive. He wanted to be ordinary even though he was extraordinary.




বাবা একজন প্রকৃত মানুষ-
সুবর্ণা মুস্তাফা, 
সূত্র- প্রথম আলো, ২০০৪।

"খুব ছোটবেলায়, আমি যখন বাবার সঙ্গে বের হতাম, দেখতাম- লোকজন হা করে বাবার দিকে তাকিয়ে থাকে। তখন থেকেই জানি আমার বাবা বিশেষ কেউ, যে কারনে ওই বয়সে আমার শিশুমনে বাবাকে নিয়ে এক ধরনের অহংকারবোধ হতো।

বাবাকে "বাবা" বলে ডাকতো ক্যামেলিয়া। বড় বোন যা ডাকত, শুনে শুনে আমিও ডাকতাম। আমায় দেখে ভাই সুমিতও ডাকে, ফরিদী ডাকে, সুমিতের বউ ডাকে।

বাবার একটা স্বভাব ছিল, কোনো জিনিস কিনলে সেটা কতদিন চলবে, তা নিয়ে ভাবতেন না।

ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি তারকা হিসেবে। তবে বাবার সঙ্গে যুক্ত তারকা শব্দটি আমাদের এতটুকু ক্ষতি করেনি, বেড়ে ওঠাকে ব্যহত করেনি। 

ছোটবেলায় বাবা র সঙ্গে প্রায়ই মিথ্যা বলেছি কিন্তু বড় হয়ে সজ্ঞানে কখনো মিথ্যা বলিনি। আমরা শিক্ষা পেয়েছি, মিথ্যা না বলে সত্যটা বললে অনেককিছুর সমাধান হয়ে যায়, সুতরাং মিথ্যার আশ্রয় নিয়ে কি লাভ?

বাবা একবার সাক্ষাৎকার এ বলেছিলেন- "মানুষ ভুল করবেই। আর ভুল থেকেই শিখবে। তা না হলে শিখবে না। এগুবেনা।  

বাবা ছিলেন শান্তিপ্রিয় মানুষ। তবে আপোষ করে শান্তি নয়, কাউকে বিরক্ত করেও নয়।

আমাদের বাবার বাড়িতে আমরা কেউ কখনো অন্যের চিঠি খুলিনি, ফোন ধরিনি। মনে হতে পারে আমাদের জীবন খুবই যান্ত্রিক।কিন্তু না, এটাই আমাদের কাছে আনন্দের। আমরা শিক্ষা পেয়েছি, তুমি যখন আরেকজনের নিজস্বতা কে সম্মান করবে, তখন তুমিও সম্মান পাবে।

আমার জন্মের পর থেকে বাবার জীবনে তার মৃত্যু পর্যন্ত আমিই একমাত্র ব্যক্তি (মা বাদে), যে সারাজীবন থাকলাম। বাবাকে বাদ দিয়ে কখনো বাইরে থাকার কথা কল্পনাও করতে পারিনি।

আমি সচরাচর কাঁদি না। কিন্তু ২২ ফেব্রুয়ারি, ২০০৩ সত্যিই কেঁদেছিলাম। আমি মনে করি, বাংলাদেশে গোলাম মুস্তাফাই প্রথম সুপারস্টার।

একবার তার কবরের কাছে গিয়ে মনে হলো, তার কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধাই করে দেই। কিন্তু পরে মনে হলো, না। উনি তো জীবিত অবস্থায় এত জৌলুস চাননি। অসাধারণ হয়েও সাধারণ থাকতে চেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post